ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সুদান থেকে আরও ৫৫২ জন জেদ্দা হয়ে দেশে ফিরছেন 

মোহাম্মদ ফিরোজ, সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৪, ১০ মে ২০২৩

সংঘাতপূর্ণ সুদান থেকে আটকে পড়া ৫৫২ জন জেদ্দা হয়ে দেশে ফিরছেন আগামীকাল বৃহস্পতিবার। তিন ধাপে আটকা পড়াদের সৌদি বিমান বাহিনীর রয়েল এয়ারলাইন্সে করে সৌদিআরবের জেদ্দায় নিয়ে আসা হচ্ছে আজ, সেইখান থেকে রাতে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে করে দেশে ফেরত আনার কথা রয়েছে।

বাংলাদেশিদের উদ্ধারে সহযোগিতা করছে সৌদি আরব। এর আগে বাংলাদেশিদের প্রথম ১৩৫জনের দলটিকে সৌদিআরবের জেদ্দা হয়ে বাংলাদেশ বিমান করে দেশে পাঠানো হয়েছে।

সুদান ফেরত ৫৫২ জনের মধ্যেই প্রথম ফ্লাইটে করে দুপুর ১৭৬ জন, রাত নয়টায় ১৭৬ জন এবং রাত একটার ফ্লাইটে ১২৬ জন এবং ৭৪জন পোর্ট সুদান থেকে জেদ্দা নিয়ে আসা হচ্ছে, জেদ্দা বিমান বন্দর থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামের হল রুমে নিয়ে আসা হবে, সেইখান থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে পাঠানোর কথা জানালেন বাংলাদেশ বিমানের রিজনাল ম্যানেজার এনায়েত করিম সরকার।

সুদানে চলমান যুদ্ধের কারণে যারা দেশে ফেরত যেতে নিবন্ধ করেছেন তাদের দূত সৌদিআরবের সহযোগিতায় বাংলাদেশে পাঠানোর সব ধরনের ব্যবস্থা নিয়েছেন বাংলাদেশ সরকার, সরকারের নিদের্শনা অনুযায়িই কাজ করে যাচ্ছেন বলে জানান সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাবেদ পাঠোয়ারী।

দেশে ফিরতে ৭০০জনের মতো বাংলাদেশি পোর্ট সুদানে নিবন্ধন করেছেন, সেইখান থেকে প্রথম ধাপে ১৩৫ জনকে দেশে পাঠানো হয়েছে, অবশিষ্টদের সৌদিআরবের জেদ্দায় নিয় আসা হচ্ছে, জেদ্দায় তাদের খাবার, থাকার এবং অসুস্থ রোগীদের জন্য একজন ডাক্তার এর ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, সুদানে আটকা পড়া বাংলাদেশীদের সৌদিআরবের সহযোগিতায় দূত জেদ্দায় নিয়ে আসা হচ্ছে,  সেইখান থেকে তাদের দেশে পাঠানোর কথা জানান তিনি।

সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যেই বিবাদমান যুদ্ধের কারণে সেইখানে থাকা বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, সুদান ফেরত বাংলাদেশিরা জানান, আটকা পড়া বাংলাদেশিদের দূত 

 উদ্ধার করে বাংলাদেশে পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান তারা।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি